[vlog] Today's Vlog মিলিবাগ পোকা দমনের মহা ঔষধ | এক ঔষধে মিলিবাগ, জায়ান্ট, leaf miner পোকা দমন |
Mousumi Mousumi
581 subscribers
28 views
0

 Published On May 14, 2023

[vlog] Today's Vlog মিলিবাগ পোকা দমনের মহা ঔষধ | এক ঔষধে মিলিবাগ, জায়ান্ট, leaf miner পোকা দমন |
⭕মিলিবাগ পোকা দমনে করণীয়:

🟢পোকা চেনার উপায় : চুনের মত সাদা বর্ণের এবং মোম জাতীয় পাউডার দ্বারা নরম দেহ আবৃত থাকে।

🟢ক্ষতির ধরণ : এরা কচি ফল, পাতা ও ডালের রস চুষে নেয়, ফলে গাছ দুর্বল হয়। পোকার আক্রমণে পাতা, ফল ও ডালে সাদা সাদা তুলার মত দেখা যায়। অনেক সময় পিঁপড়া দেখা যায়।এর আক্রমণে পাতা ঝরে যেতে থাকে এবং ডাল মরে যায়।এভাবে এক সময় পুরো গাছই মরে যায়।

🟢ব্যবস্থাপনা :
____________

আক্রান্ত গাছ টি, প্রথমেই অন্যান্য গাছ থেকে অনেক দূরে সরিয়ে ফেলতে হবে।

আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন: ইমিটাফ বা, এডমায়ার বা, টিডো বা, নাইট্রো )
১ লিটার পানিতে ২ মিলি কীটনাশক মিশিয়ে স্প্রে করতে হবে আক্রান্ত স্থানে।

ওষুধ স্প্রে করার সঠিক সময়: বিকাল/সন্ধ্যা বেলায়।
(রোদের ভেতরে কখনো কীটনাশক স্প্রে করা যাবে না।এতে পাতা বার্ন হয়ে যাবে।)

✅মিলিবাগ হলে ব্যবহৃত জনপ্রিয় ৪ টি ওষুধ:
____________________________________
১) নাইট্রো
২) সিকো
৩)কিপার
৪) ইমিটাফ

এদের মাঝে আমি নিয়ে এসেছি ইমিটাফ আজ ইমিটাফ নিয়েই কথা বলবো।

যে ডাল গুলো বেশি মিলিবাগ আক্রান্ত সেই ডাল গুলো গাছ থেকে কেটে ফেলে দিতে হবে।

🟢পূর্ব-প্রস্তুতি :
_____________

নিয়মিত বাগান পরিদর্শন করুন।গাছের ডাল গুলো রেগুলার চেক করুন।সাদা সাদা মতো কিছু দেখলে সেগুলো পরিষ্কার করে ফেলুন।
প্রতি ১০ / ১৫ দিন পর পর নিম তেল স্প্রে করুন সব গাছে।

🟢 মিলিবাগ দমনে ঘরোয়া উপায়:
________________________

সাবানযুক্ত পানি স্প্রে করা যায় (ডিটারজেন্ট বা লিকুইড ভিম বা ভিম বার মেশানো পানি বেশি ভালো হয়)
অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায়।
এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুঁড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।
আক্রান্ত অংশ পোকাসহ তুলে ধ্বংস করতে হবে।

খুব জোরে পানি স্প্রে করেও প্রাথমিক অবস্থায় এ পোকা নিয়ন্ত্রণ করা যায়।

বি.দ্রঃ একদম কম আক্রান্ত হলে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই হয়, কিন্তু আক্রান্ত বেশি হলে গাছ ফেলে দিতে হবে অথবা কীটনাশক দিতে হবে। আর মিলিবাগ দমনে ব্যবহৃত কীটনাশক হচ্ছে ইমিটাফ! এটি ব্যবহার করুন।

Webgarden,ছাদবাগান,গার্ডেনিং,gardening,মিলিবাগ,mealybugs,মিলিবাগ দমনের উপায়,মিলিবাগ দমনের ঘরোয়া উপায়,মিলিবাগ তাড়ানোর উপায়,ছাতরা পোকা,Mealybug,mealybug control,insecticide for mealybugs,mealybug control pesticide,hibiscus mealybugs,white insects,white Mealybugs,control mealybugs,profex super,insecticide,mealybug insecticide,দইয়ে পোকার কীটনাশক,দইয়ে পোকা মারার ওষুধ,web garden,
mealybugs,simple solution for mealybug,white insects,mealy bug insecticide,mealybug destroyer,মিলিবাগ দমনের ঘরোয়া উপায়,মিলিবাগ দমনের উপায়,মিলিবাগ দমনের পদ্ধতি,how to treat mealy bug,mealybug problem,mealybugs in soil,root mealybugs,remove mealybugs,mealybug solutions,aphid control,mealybug treatment,লেবুর লিফ মাইনার,সবজির লিফ মাইনার,ম্যাপ পোকা,পাতা সুড়ঙ্গকারী পোকা নিয়ন্ত্রণ,জাব পোকা দূর করার উপায়,mealy bugs,gardening,plants,leaf miner treatment,
#sunrisemousumi
#vlog
#plants
#garden
#tips
#tricks
#medicine
#mealybugs
#leafminer
#জায়ান্ট

music : youtube

show more

Share/Embed