Ayatul Kursi Bangla Translation আয়াতুল কুরসী বাংলা অর্থসহ অনুবাদ ও উচ্চার(সূরা বাক্বারা আয়াত-২৫৫)
WayToJannah WayToJannah
367K subscribers
927,853 views
0

 Published On May 18, 2019

আয়াতুল কুরসী বাংলা অর্থসহ অনুবাদ ও উচ্চারণ Ayatul Kursi Bangla Translation (Uccharon Soho Anubad) (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫) বাংলা উচ্চারণ- আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)

Please Kindly Subscribe by clicking this link https://www.youtube.com/waytojannah1?...

অর্থ :
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ
আল্লাহ তিনি ব্যতীত কুনো ইলাহ নাই, তিনি চিরনজ্জীব সর্ব সত্তার ধারক

لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ
তাহাকে তন্ত্রা অথবা নিদ্রা স্পর্শ করেনা

لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ
আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাঁহারই

مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ
কে সে যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করিবে

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ
তাহাদের সম্মুকে ও পশ্চাতে যাহা কিছু আছে, তাহা তিনি অবগত

وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ
যাহা তিনি ইচ্ছা করেন তদবেতিত তাঁহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করতে পারেনা

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ
তাঁহার কুরছী আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত

وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ
ইহাদের রক্ষণাবেক্ষন তাঁহাকে ক্লান্ত করেনা


وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
আর তিনি মহান শ্রেষ্ট

আয়াতুল কুরসির ৭টি আশ্চর্য্যজনক ফযিলত
আয়াতুল কুরসির গুরুত্ব ও ফযিলত
আয়াতুল কুরসির উপকারিতা
১) আয়াতুল কুরসি হল পবিত্র কুরআনের সবচেয়ে মর্যাদাপুর্ন আয়াত
২) আয়াতুল কুরসী পাঠ কারী শয়তান ও জ্বিন এর অনিষ্ট থেকে নিরাপদ থাকে
৩) আয়াতুল কুরসি কুরআনের এক চতুর্থাংশ, এ আয়াতটি ৪ বার পাঠ করলে এক খতর কোরআন পাঠের সাওয়াব পাওয়া যায়।
৪) আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে শয়তান জ্বিন চোর কেহ কাছে আসতে পারে না
৫) আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে তাকে আল্লাহ হেফাজত করেন।
৬) আয়াতুল কুরসি কোরআনের অন্যসব আয়াতের সরদার
৭) আয়াতুল কুরসি পাঠ দ্বারা সোজা জান্নাতে যাওয়া যায়।

show more

Share/Embed