সূরা হা মীম সাজদাহ আয়াত ৩৩-৩৬ || Salim Bahanan
685 views
0

 Published On Jun 10, 2023

সূরা হা মীম সাজদাহ আয়াত ৩৩-৩৬ || Salim Bahanan


আর ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত কর তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু।
আর এটি তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যধারণ করবে, আর এর অধিকারী কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান।
[সুরা ফুসসিলাত : ৩৪-৩৫]

অর্থাৎ,এ হল অতীব গুরুত্বপূর্ণ এক চারিত্রিক শিক্ষা যে, মন্দকে দূরীভূত কর ভাল দ্বারা। যা উৎকৃষ্ট তা দিয়ে নিকৃষ্ট প্রতিহত করা। অর্থাৎ, অন্যায়ের বদলা নাও ন্যায় প্রতিষ্ঠা করে, যুলুমের বদলা নাও ক্ষমা করে, ক্রোধের বদলা নাও ধৈর্যধারণ করে, বেআদবীর বদলা নাও দৃষ্টিচ্যুত করে এবং মূর্খতা বা অশ্লীল কথার উত্তর দাও সহ্য করে নীরব থেকে। এর ফল এই হবে যে, তোমার শত্রু দেখবে তোমার বন্ধু হয়ে গেছে। তোমার থেকে দূরে দূরে থাকত -পিপাসু এমন ব্যক্তি তোমার নিকটে হয়ে যাবে এবং তোমার রক্ত-ি ব্যক্তি তোমার বশীভূত ও প্রেম-পিপাসু হয়ে যাবে ।
মন্দের পরিবর্তে ভালো করার গুণ যদিও অনেক উপকারী ও ফলপ্রসূ, কিন্তু এর উপর আমল সেই করতে পারবে, যে ধৈর্যশীল হবে। রাগকে দমন করতে পারবে এবং অপছন্দনীয় কথাবার্তা সহ্য করতে পারবে। অর্থাৎ, উল্লিখিত গুণাবলীর অধিকারী সেই হয়, যে বড় সৌভাগ্যবান। অর্থাৎ, যার ভাগ্যে জান্নাতে যাওয়া লিখে দেওয়া হয়েছে।

সুবহানআল্লাহ, কত মহৎ শিক্ষা আল্লাহ তা'য়ালা তার কিতাবে উল্লেখ করেছেন বান্দার জন্য।আল্লাহ আমাদের কিতাবুল্লাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন।

#surahfussilat
#surah
#salimbahanan
#banglatranslation
#englishtranslation

show more

Share/Embed